অস্ট্রেলিয়ার ক্যানবেরা থেকে প্রায় ২০ মিনিট দূরে জেরাবম্বেরা রিজিওনাল স্পোর্টস কমপ্লেক্সে খেলার মাঝেই ঘটে এক অদ্ভুত ঘটনা। মাঠের একেবারে মাঝখানে দেশি সংরক্ষিত প্রজাতির পাখি ‘প্লোভার’ ডিম পাড়ায় খেলার মাঠটি অন্তত এক মাসের জন্য বন্ধ ঘোষণা করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল জানায়, ঘটনাটি সামনে আসার পর ফুটবল ম্যাচ সরিয়ে নেয়া হয় পাশের মাঠে। কারণ, প্লোভার বাচ্চা ফোটার সময় অত্যন্ত আক্রমণাত্মক হয়ে ওঠে। ডানা ঝাপটানো, তীব্র শব্দ তোলা কিংবা হঠাৎ আক্রমণের মাধ্যমে বাসার আশপাশে কাউকে ঘেঁষতে দেয় না এই পাখি। এ কারণে মাঠে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় কাউন্সিল।
কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়, বন্যপ্রাণী সংস্থা ‘ওয়াইল্ডকেয়ার’-এর পরামর্শেই মাঠ বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ডিম সরাতে হলে বিশেষজ্ঞের সহায়তা ও অনুমতি প্রয়োজন হবে। ফলে মাঠটি সর্বোচ্চ ২৮ দিন পর্যন্ত বন্ধ থাকতে পারে।
এদিকে স্থানীয় ফুটবল দলগুলো বিকল্প মাঠে খেলা চালিয়ে যাচ্ছে। এ সহযোগিতার জন্য তাদের ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ।