জি.এম.এস রুবেল :
মনোহরগঞ্জের বালুর মাঠ শুক্রবার বিকেলে যেন রূপ নিয়েছিল এক মিলনমেলায়। ঢল নেমেছিল যুবকদের, ভরে উঠেছিল মাঠ। সেই সমাবেশেই সাবেক ডাকসু সদস্য ও যুবদলের কেন্দ্রীয় সাবেক নেতা ড. রশিদ আহমেদ হোসাইনী গর্জে উঠলেন—
“বাংলাদেশের মানুষের ইজ্জত, সম্মান আর আমানত আজ কেবল এক নেতা—তারেক রহমানের কাছেই নিরাপদ।”
ড. রশিদ বলেন, “আধুনিক ও নতুন বাংলাদেশ গড়তে তারেক রহমান যে ৩১ দফা ঘোষণা দিয়েছেন, তা বাস্তবায়নই হবে আগামী দিনের রূপরেখা। তাই তারুণ্যের প্রথম ভোট ধানের শীষেই পড়তে হবে। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে—দল যাকে মনোনয়ন দেবে, তার নেতৃত্বেই মাঠে নামতে হবে।”
সমাবেশে সভাপতিত্ব করেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির নেতা অহিদুর রহমান।
বক্তব্য রাখেন— সাবেক লাকসাম উপজেলা বিএনপি নেতা এ কে এম আতিকুর রহমান লিটন, ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর হোসেন শিপন, সাবেক স্বেচ্ছাসেবক দল সভাপতি মো. আলাউদ্দিন, স্বেচ্ছাসেবক নেতা মোহাম্মদ হোসেন, বিল্লাল হোসেন, জসিম উদ্দিন, যুবদল নেতা সোহাগ হোসেন, জসীম উদ্দিন, সাবেক ছাত্রদল সভাপতি সাইদুল ইসলাম সাঈদ, সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস মজুমদার প্রমুখ।
এসময় লাকসাম ও মনোহরগঞ্জের বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে সমাবেশস্থল পরিণত হয় উৎসবমুখর জনসমুদ্রে। উচ্ছ্বসিত স্লোগানে বারবার মুখরিত হয় মাঠ—তারেক রহমানের নামেই উচ্চারিত হয় আস্থা ও প্রত্যয়ের প্রতিধ্বনি।