জি.এম.এস রুবেল, লাকসাম(কুমিল্লা):
দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক মোঃ আসাদুজ্জামান তুহিনকে
গাজীপুরে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট) দুপুর ২টায় লাকসাম হাউজিং মসজিদ সংলগ্ন সড়কে লাকসাম প্রেসক্লাব ও লাকসাম সাংবাদিক ইউনিয়নের যৌথ উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক তুহিন হত্যাকাণ্ড গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। তারা অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা আরও বলেন, সাংবাদিকদের উপর হামলা ও হত্যার মাধ্যমে সত্য প্রকাশের কণ্ঠরোধ করা যাবে না। সারা দেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
সাংবাদিক শাহ নুরুল আলমের সঞ্চালনায়
মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, লাকসাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আল শারাহ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রশিদ, লাকসাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক সেলিম চৌধুরী হিরা, দৈনিক তরুণ কন্ঠ পত্রিকার সম্পাদক রফিকুল ইসলাম শান্ত প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন সমাজসেবক আবু বকর জাহিদ, লাকসাম টিভি নিউজের আব্দুল জলিল, প্রেসক্লাব সদস্য নাজমুল হাসান, সাংবাদিক ইউনিয়ন সদস্য এসআই শিমুল। এছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক খলিলুর রহমান, সাংবাদিক জাহিদ ইসলাম, আহসান উল্লাহ, হামিদুর রহমান, মাসুদ ফারভেজ রনি, আমজাদ হোসেন, দেলোয়ার হোসেন মনির, দেলোয়ার হোসেন, মাহবুবুর রহমান, আব্দুল মালেক হিরণ, জাহিদ শান্ত নাজমুল ইসলামসহ উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সাংবাদিক এবং সাধারণ মানুষ।