জি.এম.এস রুবেল, লাকসাম (কুমিল্লা): ছাত্র শিবিরে যোগদানের আহবানের মধ্য দিয়ে লাকসাম নওয়াব ফয়েজুন্নেছা সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের আয়োজনে ২০২৪-২৫ সেশনের অনার্স নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ আগস্ট) সকাল ৯টায় লাকসাম শহর শাখা ছাত্রশিবির সেক্রেটারি ইউসুফ আরাফাত সানির সঞ্চালনায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে কলেজের পশ্চিম পাশের আলীগড় ভবনের ষষ্ঠ তলার হল রুমে নবীন বরণ অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানের পরতে পরতে বক্তারা বারবার ছাত্র শিবিরের গুন কীর্তন করে শিবিরে যোগ দিতে আহবান জানান।
অনুষ্ঠানে ফুল দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নওয়াব ফয়েজুন্নেছা সরকারি কলেজ শাখার সভাপতি ইয়াকুব হাসান রিফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য এবং কুমিল্লা মহানগর ছাত্রশিবির সভাপতি, হাসান আহমেদ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী ড. এ কে এম সৈয়দ সরওয়ার উদ্দীন সিদ্দিকী। তিনি তার বক্তব্যে বলেন, “নবীন শিক্ষার্থীরা আমাদের আগামী দিনের সম্পদ। শুধু একাডেমিক পড়াশোনা নয়, তাদের উচিত নৈতিকতা, শৃঙ্খলা ও চারিত্রিক দৃঢ়তার মাধ্যমে নিজেকে গড়ে তোলা। সময়কে সঠিকভাবে কাজে লাগানো, নিয়মিত পাঠ্য অধ্যয়ন ও সৎ সাহসের সঙ্গে জীবনের লক্ষ্য অর্জনের চেষ্টা করতে হবে। বর্তমান যুগে প্রযুক্তি একটি বড় সুযোগ হলেও এর অপব্যবহার তরুণ প্রজন্মের জন্য বড় হুমকি। তাই অযাচিত মোবাইল ও ইন্টারনেট ব্যবহারের পরিবর্তে জ্ঞান, দক্ষতা ও নৈতিকতার চর্চায় মনোযোগী হতে হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা দক্ষিণ ছাত্রশিবিরের সভাপতি মহি উদ্দিন রনি, সেক্রেটারি জাহিদুল ইসলাম চৌধুরী, লাকসাম কলেজ শাখা শিবিরের সাবেক সভাপতি আমিমুল ইসলাম, লাকসাম শহর সভাপতি নাজমুল ইসলাম, কলেজ সেক্রেটারি মোবারক হোসেন রায়হান সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষক ও নবীন-প্রবীণ শিক্ষার্থীরা।
Hi, this is a comment.
To get started with moderating, editing, and deleting comments, please visit the Comments screen in the dashboard.
Commenter avatars come from Gravatar.