জি.এম.এস রুবেল, লাকসাম (কুমিল্লা):
কুমিল্লা: কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মুঃ রেজা হাসান কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করার সিদ্ধান্ত ঘোষণা করেন।
বৈধ প্রার্থীর মধ্যে রয়েছেন: ছৈয়দ এ.কে.এম. সরওয়ার উদ্দীন ছিদ্দীকি (বাংলাদেশ জামায়াতে ইসলামি), মোঃ আবুল কালাম (বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি), সেলিম মাহমুদ (ইসলামী আন্দোলন), মোঃ মিজানুর রহমান চৌধুরী (বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট), মীর মোঃ আবু বকর সিদ্দিক (ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ)
অপরদিকে, মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন: স্বতন্ত্র প্রার্থী ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক, যিনি বিএনপি প্রার্থী মোঃ আবুল কালামের ছেলে, প্রয়াত সংসদ সদস্য কর্নেল আজিমের কন্যা সামিরা আজিম দোলা, বিএনপি নেতা রশিদ আহমেদ হোসাইনী, লাকসাম পৌরসভার সাবেক মেয়র ও বিএনপির সাবেক আহবায়ক মোহাম্মদ মফিজুর রহমান, মোঃ আবুল কাশেম অসম্পূর্ণ হলফনামার কারণে মোঃ আব্দুল হক আমিনী (খেলাফত মজলিস),
মোঃ মাহবুবুর রহমান (বাংলাদেশ খেলাফত মজলিস),
মোঃ গোলাম মোস্তফা কামাল (জাতীয় পার্টি)। বাতিল হওয়া প্রার্থীরা অনেকে আপিল করবে বলে সূত্রে জানা গেছে।
মোট ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন, এর মধ্যে ১৩ জনই মনোনয়নপত্র জমা দেন। তবে গণ অধিকার পরিষদের আব্দুল্লাহ হাসান, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী ও মোঃ নাছির উদ্দিন মজুমদার মনোনয়নপত্র জমা দেননি।
রিটার্নিং অফিসার জানান, মনোনয়নপত্র বাতিলের প্রধান কারণ ছিল অসম্পূর্ণ বা ভুল তথ্য, হলফনামায় ত্রুটি এবং প্রার্থীর যোগ্যতা সংক্রান্ত নিয়মাবলীর লঙ্ঘন।
এই আসনে নির্বাচনের জন্য প্রার্থীদের চূড়ান্ত তালিকা এখন প্রার্থীদের মধ্যে ঘোষণা করা হয়েছে এবং ভোটগ্রহণের তারিখও শীঘ্রই নিশ্চিত করা হবে।