লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা -৯ লাকসাম- মনোহরগন্জে বিএনপির মিডিয়া ম্যানজার মনোনীত হয়েছেন লাকসাম পৌরসভা বিএনপির যুগ্ম সম্পাদক বেলাল রহমান মজুমদার।
তিনি বিএনপি প্রার্থী জনাব আবুল কালামের নির্বাচনী কর্মকাণ্ড সম্পর্কিত ব্যপারে সাংবাদিকদের সাথে মিডিয়া সেলের প্রধান হিসেবে সার্বিক সমন্বয় সাধন করবেন।
জানাগেছে, গত ২২ ডিসেম্বর ২০২৫ রাজধানী ঢাকা কাকরাইলস্হ ডিপ্লোমা ইন্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে বিএনপি কেন্দ্রীয় কমিটির তত্বাবধানে পরিচালিত এসম্পর্কিত একটি কর্মশালায় কুমিল্লা -৯ নির্বাচনী এলাকার প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেন তিনি।
উল্লেখ্য, তৃনমুল থেকে বেড়ে ওঠা বেলাল রহমান মজুমদার ছাত্রদল,যুবদল ও বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।
সর্বশেষ তিনি লাকসাম পৌরসভা বিএনপি সদস্য সচিব ও বর্তমানে যুগ্ম সম্পাদকের দায়িত্বরত।
মিডিয়া বান্ধন হিসেবে বহুল পরিচিত বিএনপির নেতা বেলাল রহমান মজুমদার লাকসাম পৌরসভা বাংলাদেশ জাতীয় মানবাধিকার কাউন্সিল সভাপতি দায়িত্ব পালন করে যাচ্ছেন।
তিনি বিভিন্ন স্বেচ্ছাসেবী, সমাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে জড়িত।