January 16, 2026, 8:30 pm

মাদরাসা-ই-রশীদিয়া লাকসামের বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Tuesday, January 13, 2026
  • 41 Time View
Oplus_16908288

জি.এম.এস রুবেল, লাকসাম (কুমিল্লা):
মাদরাসা-ই-রশীদিয়া লাকসামের উদ্যোগে লাকসামে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। সোমবার (১২ জানুয়ারি ২০২৬) বিকেল ৫টায় হাউজিং এস্টেট জামে মসজিদ মাঠে শুরু হওয়া এই মাহফিল মধ্যরাত পর্যন্ত চলে।
মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন দেশের প্রখ্যাত আলেম মুফতি আনিসুর রহমান আশরাফী। তিনি মুসলিম উম্মাহর জন্য করণীয় বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তার বয়ান শুনতে হাউজিং এস্টেট জামে মসজিদ প্রাঙ্গণে তিল ধারণের ঠাঁই ছিল না। ধারণা করা হচ্ছে, কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লি মাহফিলে অংশগ্রহণ করেন।
এর আগে দেশের খ্যাতিমান আলেম-ওলামাগণ ওয়াজ ও বয়ান পেশ করেন। বক্তাদের মধ্যে ছিলেন হযরত মাওলানা কালিমুল্লাহ জামিল, হযরত মাওলানা বিল্লাল হোসেন মালিকী, মুফতি ওবায়দুর রহমান হুজাইফী ও হযরত মাওলানা নূরুল ইসলাম ফয়েজী প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ হযরত মাওলানা আব্দুল কাদের। ওয়াজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
মাহফিল উপলক্ষে ধর্মপ্রাণ মুসল্লিদের ব্যাপক উপস্থিতিতে মাঠ ও আশপাশের এলাকা মুখরিত হয়ে ওঠে।

এদিন মাহফিলে মাদরাসায় অধ্যয়নরত হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান করা হয়। পাগড়ি গ্রহণ করেন— লাকসামের গুনতি গ্রামের মোঃ ইউছুফ হোসেনের ছেলে হাফেজ মোঃ আব্দুল্লাহ আল নূর, ফতেহপুর গ্রামের খন্দকার সুলতান আহমেদের ছেলে হাফেজ খন্দকার রায়হান আহাম্মেদ রাফি, পূর্ব লাকসামের সৈয়দ জামাল উদ্দিন সিদ্দিকের ছেলে হাফেজ সৈয়দ জামিল হাসান, মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও গ্রামের হাসান জামিলের ছেলে হাফেজ মোঃ সাব্বির আহমেদ, বড় চাঁদপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে হাফেজ মোঃ আবু ফয়সাল এলাহী, নাঙ্গলকোট উপজেলার তুগুরিয়া গ্রামের মোঃ মারুফ হোসেনের ছেলে হাফেজ মোঃ মুজাহিদুল ইসলাম এবং চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার খেড়িহর গ্রামের মাওলানা মোঃ হোসাইন আহমেদের ছেলে হাফেজ মোঃ জুনায়েদ হোসেন জামিল।
পাগড়ি গ্রহণ শেষে অনুভূতি প্রকাশ করে হাফেজ খন্দকার রায়হান আহাম্মেদ রাফি বলেন, মাদরাসা-ই-রশীদিয়া লাকসাম থেকে প্রাপ্ত এই সম্মান তাঁর দ্বীনি জীবনে অনুপ্রেরণা হয়ে থাকবে।
এ সময় মাদরাসার হিফজ বিভাগের প্রধান শিক্ষক হাফেজ মোঃ বদিউল আলম শিমুল বলেন, “আমাদের দীর্ঘদিনের মেহনত ও আল্লাহ তায়ালার বিশেষ রহমতে সাতজন শিক্ষার্থী হাফেজে কুরআন হওয়ার তৌফিক পেয়েছে। তাদের জন্য সকলের দোয়া কামনা করছি।”
অনুষ্ঠানে মাদরাসা-ই-রশীদিয়া লাকসামের পক্ষ থেকে খেদমতে আন্তরিকতা ও নিষ্ঠার স্বীকৃতি স্বরূপ অত্র মাদরাসার তিনজন শিক্ষককে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্ত শিক্ষকরা হলেন— হাফেজ মোঃ বদিউল আলম শিমুল, হাফেজ মোঃ আরিফুল ইসলাম ও হাফেজ মোঃ ওমায়ের মাহদী।
মাদরাসা কর্তৃপক্ষ জানান, দ্বীনি শিক্ষা বিস্তার ও শিক্ষার্থীদের নৈতিক উন্নয়নে শিক্ষকদের নিরলস অবদান ও আন্তরিক খেদমতের স্বীকৃতি হিসেবেই এই সম্মাননা প্রদান করা হয়েছে। এ সময় উপস্থিত অতিথিরা সম্মাননা প্রাপ্ত শিক্ষকদের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও দ্বীনি খেদমতে তাদের অবদান অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category