January 16, 2026, 8:30 pm

লাকসামে আলি আরা ফাউন্ডেশনের উদ্যোগে সহস্রাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

Reporter Name
  • Update Time : Sunday, January 4, 2026
  • 30 Time View

লাকসাম (কুমিল্লা), প্রতিনিধি:
কুমিল্লার লাকসামে ভাইয়া গ্রুপের মানবিক সংগঠন আলি আরা ফাউন্ডেশন-এর উদ্যোগে সহস্রাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার (৪ জানুয়ারি) সকালে লাকসাম উপজেলার ডুরিয়া বিঞ্চুপুর গ্রামে এ কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ভাইয়া গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আলহাজ্ব মোকছেদ আলীর নিজ গ্রামে আয়োজিত এ কর্মসূচিতে আলি আরা ফাউন্ডেশনের কর্ণধার মারুফ সাত্তার আলী রাসেল-এর ব্যবস্থাপনায় শীতার্ত ও হতদরিদ্র মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।
জানা যায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই আলি আরা ফাউন্ডেশন সমাজের হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে আসছে। পাশাপাশি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে নিয়মিত মানবিক কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি। শুধু স্থানীয় পর্যায়েই নয়, দেশের বিভিন্ন স্থানেও তাদের মানবিক উদ্যোগ অব্যাহত রয়েছে।
কম্বল পেয়ে ডুরিয়া বিঞ্চুপুর গ্রামের হতদরিদ্র বাসিন্দা মো. আনা মিয়া বলেন, “এই কম্বল পেয়ে আমি খুবই খুশি। এ বছর কোম্পানির সাহেবের ছেলে ছাড়া আর কেউ আমাদের খোঁজ নেয়নি।”
একই গ্রামের দুদু মিয়া বলেন, “এবার শীত অনেক বেশি। এই কম্বল আমাদের অনেক উপকারে আসবে।”
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্যাসিফিক কনজ্যুমার গুডস লি.-এর ব্যবস্থাপনা পরিচালক শাহাদাত হোসেন মুরাদ বলেন, “আলি আরা ফাউন্ডেশন একটি মানবিক সংগঠন। সুবিধাবঞ্চিত, অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর দুঃখ-দুর্দশা লাঘবে তারা নিরলসভাবে কাজ করছে। ভবিষ্যতেও এ মানবিক কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে বলে আশা করি।”
এ সময় আরও উপস্থিত ছিলেন প্যাসিফিক কনজ্যুমার গুডস লি.-এর ব্যবস্থাপনা পরিচালক শাহাদাত হোসেন মুরাদ, ভাইয়া গ্রুপের জিএম (এইচআর অ্যান্ড অ্যাডমিন) মাহফুজুল ইসলাম চৌধুরী, হাজী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. মোস্তফা কামাল ও মো. আদম আলী, লাকসাম পৌরসভা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু বকর ছিদ্দিক ভূইয়া মিল্টন, ভাইয়া গ্রুপের সিকিউরিটি কর্মকর্তা মো. সুলতান আলম, হাজী মোকছেদ আলী টাওয়ারের ম্যানেজার মো. জসিম উদ্দিন, মো. কামাল হোসেনসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category