লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: শীতার্ত ও অসহায় মানুষের কষ্ট লাঘবে লাকসামে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি ২০২৬) সকাল ৯টায় লাকসাম পৌরসভার ২নং ওয়ার্ডের ডুরিয়া বিশ্বপুর এলাকায় এই মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর (পিপি), এডভোকেট বদিউল আলম সুজন এবং ভাইয়া গ্রুপের পরিচালক শাহাদাত হোসেন মুরাদ।
অতিরা বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। সমাজের বিত্তবানদের এগিয়ে এলে অসহায় মানুষগুলো উপকৃত হবে। তারা আরো বলেন, মানবতার সেবায় মানুষের পাশে দাঁড়ানোই এই আয়োজনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও লাকসাম পৌরসভার ২নং ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ আবু বকর জাহিদ। কর্মসূচিতে এলাকার শীতার্ত ও নিম্ন আয়ের মানুষের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। কর্মসূচিটি স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।