জি.এম.এস রুবেল, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
আউশপাড়া স্পোর্টস লাভার্স-এর উদ্যোগে ১৮তম জার্সি উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সৌজন্য সহযোগিতায় ছিলেন ইয়ারা মটরস।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে লাকসাম নবাব ফয়েজুন্নেছার বাড়ির আঙিনায় জার্সি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেসার্স পাটোয়ারী এন্ড সন্স চেয়ারম্যান মো. ইকবাল হোসেন পাটোয়ারী।
সালেপুর আস-সাফা জুনিয়র হাই স্কুলের প্রধান শিক্ষক মাস্টার মো. এমরান হোসেন ভূঁইয়ার অনুষ্ঠান পরিচালনায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া প্রেমী এস এম রুম্মান রায়হান (মানিক পাটোয়ারী), ফায়ার ফাইটার মো. বদিউল আলম পাটোয়ারী এবং ক্রীড়া প্রেমী মো. আমান উল্যাহ।
প্রধান অতিথি ইকবাল পাটোয়ারী তাঁর বক্তব্যে খেলাধুলাকে গ্রাম থেকে শুরু করে উপজেলা ও জেলা পর্যায়ে ছড়িয়ে দেওয়ার আশ্বাস প্রদান করেন।
বিশেষ অতিথি এস এম রুম্মান রায়হান মানিক বলেন—
“খেলাধুলা তরুণ সমাজকে পারস্পরিক সম্পর্কের বন্ধনে আবদ্ধ করে এবং সামাজিক অনাচার, ইভটিজিং, মোবাইল আসক্তি থেকে দূরে রাখে। একটি সুন্দর সমাজ গঠনে সাংস্কৃতিক চর্চা ও খেলাধুলার কোনো বিকল্প নেই।”
সালেপুর আস-সাফা জুনিয়র হাই স্কুলের প্রধান শিক্ষক মাস্টার মো. এমরান হোসেন ভূঁইয়ার তার বক্তব্যে সকল ক্রীড়া প্রেমী, অতিথি এবং সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি ইয়ারা মটরসকে স্পন্সর হিসেবে পাশে থাকার জন্য বিশেষ ধন্যবাদ জানিয়ে মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে বলেন—“মাদককে না বলুন, মাদকমুক্ত সমাজ গড়ুন।”
এছাড়া অন্যান্য অতিথিরাও খেলাধুলার গুরুত্ব এবং মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, অনুষ্ঠানটি ছিলো প্রাণবন্ত ও উৎসবমুখর, যেখানে স্থানীয় ক্রীড়া প্রেমী ও সাধারণ মানুষদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।