August 22, 2025, 11:11 pm

কুমিল্লায় কাভার্ডভ্যান উল্টে প্রাইভেটকার চাপা, একই পরিবারের ৪ জন নিহত

Reporter Name
  • Update Time : Friday, August 22, 2025
  • 18 Time View
Oplus_16908288

স্টাফ রিপোর্টার : কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনায় একই পরিবারের চারজন প্রাণ হারিয়েছেন। শুক্রবার (২২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে জেলার সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর ইউটার্ন এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। এতে আরও তিনজন আহত হয়েছেন।

হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন—মোহাম্মদ ওমর আলী (৮০), তার স্ত্রী নুরজাহান বেগম (৬৫), তাদের বড় ছেলে আবুল হাশেম (৫০) এবং ছোট ছেলে আবুল কাশেম (৪৫)। নিহত আবুল হাশেম নিজেই দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি চালাচ্ছিলেন। তাদের বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জ এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাইভেটকারটি শহর থেকে লাকসাম অভিমুখে ইউটার্ন নিচ্ছিল। এ সময় ঢাকাগামী একটি কাভার্ডভ্যান উল্টোপথে আসা একটি বাসকে এড়িয়ে যেতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় এবং রাস্তার পাশে উল্টে যায়। মুহূর্তেই সেটি প্রাইভেটকার ও একটি সিএনজিচালিত অটোরিকশার ওপর চাপা দিলে ঘটনাস্থলেই চারজন নিহত হন।

দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস ও পুলিশ প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় বিকেল ২টার দিকে প্রাইভেটকার থেকে মরদেহগুলো উদ্ধার করে। এতে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। আহত সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category