জাপানের সর্বোচ্চ পর্বত মাউন্ট ফুজির চূড়ায় বাংলাদেশের লাল-সবুজ পতাকা উড়িয়ে গৌরব অর্জন করেছেন কুমিল্লার লাকসাম উপজেলার ইকবাল বিন রশিদ। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৬টা ৫০ মিনিটে তিনি ৩,৭৭৬ মিটার উচ্চতার এই পর্বতের শীর্ষে পৌঁছান।
ইকবাল জানান, সকাল সাড়ে ১০টায় অভিযান শুরু করে দীর্ঘ ৮ ঘণ্টা ধরে খাড়া পাহাড়ি পথ অতিক্রম করতে হয়েছে তাকে। ঠান্ডা আবহাওয়া, প্রাকৃতিক প্রতিকূলতা ও কঠিন চড়াই মোকাবিলা করে অবশেষে শীর্ষে পৌঁছাতে সক্ষম হন। এ অর্জনকে জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “আমার স্বপ্ন ছিল বিশ্বের বিভিন্ন দেশের পর্বত জয় করে সেখানে বাংলাদেশের পতাকা উড়ানো। ফুজি ছিল আমার প্রথম আন্তর্জাতিক অভিযান।”
তিনি আরও জানান, ২০২৩ সালে একটি ভিডিও দেখে মাউন্ট ফুজিতে ওঠার স্বপ্ন জাগে। সেই স্বপ্ন পূরণে দীর্ঘ প্রস্তুতি শেষে এদিন তা বাস্তবায়িত হয়। চূড়ায় পৌঁছে হাতে থাকা বাংলাদেশের জাতীয় পতাকা উড়িয়ে গর্বের মুহূর্তটি ক্যামেরাবন্দি করেন ইকবাল, যা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর দেশ-বিদেশে ব্যাপক প্রশংসিত হয়।