আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাটসিনা রাজ্যে ফজরের নামাজ চলাকালে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার ভোরে মালুমফাশি এলাকার প্রত্যন্ত উঙ্গুয়ান মানতাউ গ্রামের একটি মসজিদে বন্দুকধারীদের নির্বিচার গুলিতে অন্তত ২৭ জন মুসল্লি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় গ্রামপ্রধান এবং হাসপাতালের কর্মকর্তারা নিহত ও আহতের বিষয়টি নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর চারটার দিকে নামাজের জন্য সমবেত মুসল্লিদের ওপর হঠাৎ করেই অস্ত্রধারীরা গুলি চালাতে শুরু করে। মুহূর্তেই মসজিদে লাশের স্তূপ পড়ে যায়।
এ হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। তবে উত্তর-পশ্চিম ও উত্তর-মধ্য নাইজেরিয়ায় প্রায়ই এ ধরনের হামলার ঘটনা ঘটে থাকে। জমি ও পানির স্বল্পতা নিয়ে স্থানীয় পশুপালক ও কৃষকদের মধ্যে দীর্ঘদিন ধরেই সংঘাত চলছে। এর আগেও গত জুনে উত্তর-মধ্য নাইজেরিয়ার একটি গ্রামে হামলায় শতাধিক মানুষ প্রাণ হারিয়েছিল।
ঘটনার পরপরই এলাকায় সেনা ও পুলিশ মোতায়েন করা হয়েছে বলে কাটসিনা রাজ্যের কমিশনার নাসির মুয়াজু জানিয়েছেন। তিনি বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং নতুন করে যেন আর কোনো হামলা না হয়, সে জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।”
আন্তর্জাতিক মহল এ হামলার নিন্দা জানিয়ে দ্রুত হামলাকারীদের শনাক্ত ও বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে।