August 22, 2025, 1:04 am

মনোহরগঞ্জ বিএনপির সভাপতি ইলিয়াস সাধারণ সম্পাদক দোলন

Reporter Name
  • Update Time : Thursday, August 14, 2025
  • 64 Time View

জি.এম.এস রুবেল, লাকসাম(কুমিল্লা):
মনোহরগঞ্জ বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সাধারণ সম্পাদক সরোয়ার জাহান দোলন, সভাপতি ইলিয়াস পাটোয়ারী বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়লাভ করে।

বৃহস্পতিবার (১৪ আগষ্ট) দুপুরে লাকসাম পৌরসভা অডিটোরিয়ামে অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র জাতীয় কার্যনির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। তিনি বলেন, সংস্কার একটা চলমান প্রক্রিয়া এর নামে নির্বাচন বিলম্বিত করার পাঁয়তারা করা হচ্ছে। তিনি বলেন বিএনপি ক্ষমতায় এলে গণতন্ত্র সুরক্ষিত রাখা হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোহরগঞ্জ উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৫ ইং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের উদ্বোধন করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জাকারিয়া তাহের সুমন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “সংগঠনকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ের ঐক্য সবচেয়ে জরুরি।”

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন লাকসাম উপজেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক মোঃ আবুল কালাম। বিশেষ অতিথি ছিলেন বিএনপি (কুমিল্লা বিভাগ) এর সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মোন্তাক মিয়া এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বিপি।

সম্মেলনে সভাপতিত্ব করেন লাকসাম পৌরসভা বিএনপির আহ্বায়ক মোঃ আবুল হাশেম মান্নু এবং সঞ্চালনা করেন লাকসাম পৌরসভা বিএনপির সদস্য সচিব গোলাম ফারুক।

বক্তারা বিএনপির সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান এবং আসন্ন রাজনৈতিক আন্দোলনে সক্রিয় থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category