জি.এম.এস রুবেল, লাকসাম (কুমিল্লা):
কুমিল্লার লাকসাম উপজেলার নরপাটি ইউনিয়নের পেচরায় বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) বিকেলে ইউনিয়নের পেচরা বিএনপি কার্যালয়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ৯নং ওয়ার্ড বিএনপি সভাপতি আবুল হাশেম। বক্তব্য দেন সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাবেক মেম্বার আব্দুল রশিদ, ৪নং ওয়ার্ড বিএনপি সভাপতি মো. স্বপন মিয়া, ইউনিয়ন শ্রমিকদল সাধারণ সম্পাদক আলী হায়দার, যুবদল নেতা মো. ফারুক, ওয়ার্ড যুবদল সভাপতি শরীফ ও মনজুর আলম প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, জামায়াত-শিবিরপন্থীরা ষড়যন্ত্রমূলকভাবে আবুল হাশেমের বিরুদ্ধে বানোয়াট সংবাদ প্রকাশ করে তার সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। তারা আবুল হাশেমকে একজন সৎ ও ভালো মানুষ বলেও দাবি করেন।
সম্প্রতি লাকসামের একটি স্থানীয় পত্রিকায় “গ্রাম্য সালিসের নামে চাঁদাবাজি, জমি দখলসহ বিভিন্ন অভিযোগ” শীর্ষক সংবাদ প্রকাশিত হলে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এর প্রতিবাদে আবুল হাশেমের সমর্থকেরা এ কর্মসূচি পালন করেন।
প্রতিবাদ সভায় আবুল হাশেম বলেন, “সংবাদে প্রকাশিত অভিযোগের একটিও যদি প্রমাণিত হয় তবে আমি নিজেই দল থেকে পদত্যাগ করবো।” একইসাথে তিনি মানহানির মামলার হুঁশিয়ারিও দেন।
সভা শেষে একটি বিক্ষোভ মিছিল পেচরা গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।