October 6, 2025, 7:55 pm

লাকসামের সাংস্কৃতিক কর্মকাণ্ডে সহায়তা অব্যাহত থাকবে : মিলন চাকমা

Reporter Name
  • Update Time : Friday, September 19, 2025
  • 49 Time View

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:

লাকসামে সুর সাধনা সঙ্গীত একাডেমী ও দুপচর সঙ্গীত একাডেমীর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা। তিনি বলেন, “লাকসামের সাংস্কৃতিক কর্মকাণ্ডে সহায়তা অব্যাহত থাকবে। সাংস্কৃতিক কর্মীদের মন উদার হয়, তাদের চিন্তা ভিন্নধর্মী। সংস্কৃতিচর্চাকে এগিয়ে নিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তা দেওয়া হবে।”

শুক্রবার (১৯ সেপ্টেম্বর ২০২৫) উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুর সাধনা সঙ্গীত একাডেমীর সভাপতি সুমন দেবনাথ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুপুর সঙ্গীত একাডেমীর সভাপতি সঞ্জীব বড়ুয়া, লাকসাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আল শারাহ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ও লাকসাম সাংস্কৃতিক জোটের আহবায়ক জি.এম.এস রুবেল, কার্যনির্বাহী সদস্য অধ্যাপক মোজাম্মেল হোসেন পেয়ার এবং লিটন সিংহ।

বিশেষ অতিথির বক্তব্যে ফারুক আল শারাহ বলেন, “সংগীত মানুষের মনকে সুন্দর করে, সমাজে ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তোলে এবং তরুণ প্রজন্মকে অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত করে। সংগীতচর্চার পাশাপাশি সংস্কৃতিকে এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সংগঠন দুটির শিল্পীরা সংগীত পরিবেশনার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন। অনুষ্ঠানের শেষাংশে সংগীতে বিশেষ অর্জনের জন্য রাকিব হোসেন ও অভিজিৎ ভৌমিক-কে সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিল্পীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category