জি.এম.এস রুবেল, লাকসাম(কুমিল্লা): কুমিল্লার লাকসাম উপজেলা প্রশাসন ও লাকসাম পৌরসভার আয়োজনে, উপজেলার ১৭ স্কুলের ২৬৬ জন, ভোকেশনালে ৩ টি প্রতিষ্ঠানের ১২জন, এবং ১০টি মাদ্রাসার ৬১ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে।
৩১ জুলাই (বৃহস্পতিবার) বিকেল ৩ টায় লাকসাম পৌর অডিটোরিয়ামে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নাছির উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন লাকসাম পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ জাকের হোসেন। অতিথি হিসেবে উপস্থিত থেকে আরও বক্তব্য প্রদান করেন, সহকারী কমিশনার ভূমি মিলন চাকমা, লাকসাম থানা অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমদ উল্লাহ সবুজ, লাকসাম উপজেলা প্রকৌশলী সাদিকুল জাহান রিদান, পৌরসভার হিসাব রক্ষক আক্তার হোসেন, নবাব ফয়েজুন্নেছা ও বদরুন্নেসা যুক্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন হেলাল প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ হলভর্তি কৃতী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সাকসেসের সবচেয়ে বড় কী হলো ডিডিকেশন, তা তোমাদের মধ্যে থাকতে হবে। বাল্য বিবাহ এবং পড়াশোনা না করে বিদেশ চলে যাওয়ার প্রবণতা বন্ধ করে নিজেকে যোগ্য করতে হবে। তিনি কিশোর গ্যাং থেকে শুরু করে মাদক, ইভটিজিংয়ে জড়িত না হতে এবং এগুলোকে সাপোর্ট না করার নির্দেশনা প্রদান করেন।
লাকসাম উপজেলার সর্বমোট ২৫ টি
উচ্চ বিদ্যালয়ের ২৪৬৯ জন পরিক্ষার্থী এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয়, সেখান থেকে ১৭৮২ জন উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১৭ টি হাইস্কুলের ২৬৬ জন কৃতী শিক্ষার্থী। এসএসসি ভোকেশনাল থেকে ৬ টি স্কুলের ২৬০ জন পরীক্ষার্থীর মধ্যে ১৭৯ জন উত্তীর্ণ হয় এবং সেখান থেকে ৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১২ জন জিপিএ ৫ প্রাপ্তকে সংবর্ধনা দেয়া হয়েছে। এদিকে ১৮ টি মাদ্রাসার ৯৬৮ জন পরিক্ষার্থীর মধ্যে ৭৯৮ জন কৃতকার্য হয়েছে, তন্মধ্যে ১০ টি প্রতিষ্ঠানের ৬১ জনকে জিপিএ ৫ এর সংবর্ধনা দেয়া হয়েছে।
সংবর্ধনা পাওয়া উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে, নবাব ফয়েজুন্নেছা ও বদরুন্নেসা যুক্ত উচ্চ বিদ্যালয় ৬৬ জন, লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ৪৩ জন, লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ৩৩ জন, মুদাফরগঞ্জ আলী নওয়াব উচ্চ বিদ্যালয় ও কলেজ ২৪ জন, আব্দুল মালেক ইন্সটিটিউট ২৩ জন, আবুল কালাম হাইস্কুল ১৬ জন, গণ উদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ ১৩ জন, নরপাটি উচ্চ বিদ্যালয় ১২ জন, রহমানিয়া চিরসবুজ উচ্চ বিদ্যালয় ও কলেজ ১১ জন, অশ্বদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় ৬ জন, উত্তরদা উচ্চ বিদ্যালয় ৫ জন, আল-আমিন ইন্সটিটিউট ৪ জন, আজগরা হাজী আলতাফ আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ ৩ জন, জালাল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ২জন মুক্তিযোদ্ধা আবুল খায়ের উচ্চ বিদ্যালয় ২ জন, ইছাপুরা সেন্ট্রাল হাইস্কুল ২ জন, শ্রীয়াং উচ্চ বিদ্যালয় ১জন। ভোকেশনাল শিক্ষার্থীদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ৯জন, রহমানিয়া চিরসবুজ উচ্চ বিদ্যালয় ও কলেজ ২জন, আল-আমিন ইন্সটিটিউট ১জন।