লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার লাকসামে মুদাফফরগঞ্জ থেকে চিতোষী রোডসংলগ্ন কার্জন খালের সুইচগেট এলাকায় ময়লা-আবর্জনা জমে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছিল। এতে স্থানীয় জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল। অবশেষে আজ শনিবার (১৬ আগস্ট ২০২৫) উপজেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে সুইচগেট পরিষ্কার অভিযান।
পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ জানান, খালটি নিয়মিত পরিষ্কার না করায় বর্ষার মৌসুমে আশপাশের রাস্তাঘাট ও বসতবাড়িতে পানি জমে যায়। এতে একদিকে যেমন মানুষজনের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়, অন্যদিকে নোংরা পানি জমে থাকায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি।
অভিযান শুরুর প্রথম দিনেই খাল থেকে উল্লেখযোগ্য পরিমাণ ময়লা-আবর্জনা অপসারণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ধাপে ধাপে পুরো খাল পরিষ্কার করে স্থায়ী সমাধানের ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা প্রশাসন জনস্বার্থে সকলের সহযোগিতা কামনা করে বলেন— “জলাবদ্ধতা নিরসনে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়, জনগণেরও সচেতনতা ও অংশগ্রহণ প্রয়োজন।”
স্থানীয় জনগণের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ নিয়মিত চললে এলাকায় জলাবদ্ধতার স্থায়ী সমাধান হবে।