October 7, 2025, 12:07 am

লাকসামে টিসিবি ডিলারের অনিয়ম, লাইসেন্স বাতিলের সুপারিশ

Reporter Name
  • Update Time : Monday, August 25, 2025
  • 130 Time View

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লার লাকসামে টিসিবি (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) পণ্য বিক্রিতে চরম অনিয়মের অভিযোগ উঠেছে ডিলার মেসার্স নাফিসা এন্টারপ্রাইজ–এর বিরুদ্ধে। প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. এহসানুল হক ও তাঁর প্রতিনিধিদের বিরুদ্ধে সাধারণ মানুষের বরাদ্দকৃত ভর্তুকি পণ্য আত্মসাতের প্রমাণ মিলেছে।

দুই দিনে দুই কেন্দ্রে অনিয়ম

প্রশাসন সূত্রে জানা যায়, ১২ আগস্ট নশরতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এবং ১৩ আগস্ট গাজীমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র—এই দুই স্থানে ডিলারের প্রতিনিধিরা পণ্য বিতরণের নামে প্রায় দুই শতাধিক মানুষের অংশ গোপনে গুদামে সরিয়ে নেন। এমনকি গাজীমুড়ার ঘটনাস্থল থেকে পণ্যবাহী ট্রাক সরাসরি ডিলারের নিজস্ব গুদামে চলে যাওয়ার বিষয়টি স্থানীয়রা ধরে ফেলেন।

তদন্তে সত্যতা

অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রশাসন তদন্ত চালায়। তদন্তে অভিযোগের সত্যতা মেলায় সংশ্লিষ্ট ডিলারের লাইসেন্স বাতিলআইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ বলেন—
“সরকারি ভর্তুকি পণ্য আত্মসাতের ঘটনা প্রমাণিত হয়েছে। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে লিখিত সুপারিশ করেছি।”

জনমনে ক্ষোভ

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা মনে করছেন, এ ধরনের অনিয়ম শুধু সাধারণ মানুষকেই ক্ষতিগ্রস্ত করছে না, বরং সরকারের কল্যাণমূলক উদ্যোগের ভাবমূর্তিও প্রশ্নবিদ্ধ করছে। দ্রুত দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তারা।


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category