August 22, 2025, 1:01 am

লাকসামে নারী উদ্যোক্তাদের বেকিং ও কুকিং কর্মশালা শুরু

Reporter Name
  • Update Time : Wednesday, August 13, 2025
  • 29 Time View

জি.এম.এস রুবেল, লাকসাম (কুমিল্লা):
লাকসাম উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২৪-২৫ অর্থ বছরের উপজেলা উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি লক্ষ্যে বেকিং ও কুকিং বিষয়ক তিনদিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে।

শনিবার (৯ আগস্ট) সকালে লাকসাম উপজেলা অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে কর্মশালার কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রকৌশলী সাদিকুল জাহান রিদান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাউছার হামিদ।

উদ্বোধনী বক্তব্যে ইউএনও কাউছার হামিদ বলেন, “নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে এই ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অংশগ্রহণকারীরা এখান থেকে অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে ঘরে বসেই আয়ের সুযোগ তৈরি করতে পারবেন।”

কর্মশালায় মোট ৮৫ জন নারী প্রশিক্ষণার্থী অংশ নিয়েছেন। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন খাদিজা ইসলাম। প্রশিক্ষণটি সমন্বয় করছেন নারী উদ্যোক্তা হাজেরা কুদ্দুস রুপা।

আগামী তিনদিনব্যাপী এই কর্মশালায় অংশগ্রহণকারীরা বেকিং ও কুকিংয়ের নানা আধুনিক কৌশল শিখবেন। আয়োজকরা জানান, প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদান করা হবে।


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category