লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
লাকসাম উপজেলায় জলাশয় রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। পুকুর ভরাট বন্ধে ইতোমধ্যে গণবিজ্ঞপ্তি জারি করা হলেও কিছু অসাধু ব্যক্তি তা উপেক্ষা করে গোপনে ভরাটের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাউছার হামিদ ২৯ আগস্ট তার ফেসবুক আইডিতে পোস্ট করে জানান—
“পুকুর ভরাটের বিরুদ্ধে গণবিজ্ঞপ্তি জারি করে সরাসরি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে, কিছু ব্যক্তি সাময়িক বিরতি নিয়ে আবারও পুকুর ভরাটের মরিয়া চেষ্টা চালাচ্ছে। সম্প্রতি রাজঘাট এলাকায় ধোপা পুকুর ভরাটের পায়তারা লক্ষ্য করা গেছে। তাদের বিরুদ্ধে অচিরেই উপজেলা প্রশাসন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।”
প্রশাসনের এ ঘোষণায় স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। পরিবেশ রক্ষার স্বার্থে তারা অবৈধভাবে পুকুর ভরাটকারীদের দ্রুত দমন ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।