August 23, 2025, 2:07 am

লাকসামে প্রত্নতাত্ত্বিক সম্পদ রক্ষায় কমিটি গঠন

Reporter Name
  • Update Time : Friday, August 22, 2025
  • 25 Time View

জি.এম.এস রুবেল, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার লাকসাম উপজেলার পশ্চিমগাঁও এলাকার ঐতিহাসিক নবাব ফয়েজুন্নেছার বাড়ি জাদুঘর, এর গেজেটভুক্ত মসজিদ, পুকুর, ছাত্রাবাসসহ তৎসংলগ্ন সকল প্রত্নতাত্ত্বিক সম্পদ ও ঐতিহ্য সংরক্ষণের লক্ষ্যে বাংলাদেশ জাতীয় জাদুঘর ১১ সদস্যবিশিষ্ট একটি স্থানীয় ব্যবস্থাপনা কমিটি গঠন করেছে। জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো. সাদিকুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে কমিটি অনুমোদন দেওয়া হয়।

শুক্রবার (২২ আগস্ট) জুমার নামাজের পর পশ্চিমগাঁও নবাব ফয়েজুন্নেছা জামে মসজিদে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাউছার হামিদ সকল মুসুল্লির উপস্থিতিতে কমিটির তালিকা সম্বলিত অফিস আদেশটি প্রকাশ করেন। অফিস আদেশে পদাধিকার বলে কমিটির সভাপতি করা হয়েছে লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদকে। পদাধিকার বলে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন নবাব ফয়েজুন্নেছা বাড়ি জাদুঘরের ইনচার্জ মো. আনোয়ার হোসেন। গঠিত কমিটির সদস্যদের মধ্যে আছেন, ফয়েজুন্নেছা ওয়াকফ এস্টেট এর মোতোয়াল্লি সৈয়দ মোঃ মাসুদুল হক, আরাফাতুন নেছা ওয়াকফ এস্টেট এর মোতোয়াল্লি মো. ফজলে রহমান চৌধুরী আয়াজ, পদাধিকার বলে নবাব ফয়েজুন্নেছা মসজিদের ইমাম, সাংবাদিক এম.এস দোহা, মুসুল্লি মোহাম্মদ হোসেন, সাংবাদিক মো. কামরুজ্জামান রিয়াদ, মুসল্লি মো. ছানা উল্লা মিয়া, মো. সোকান্দর আলি, মো. মেহের আলী প্রমুখ।

অফিস আদেশে বলা হয়, কমিটি স্থানীয় প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সংরক্ষণ, সংস্কার ও ব্যবস্থাপনায় কার্যকর পদক্ষেপ নেবে। পাশাপাশি জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি, অবৈধ দখল প্রতিরোধ এবং জাতীয় জাদুঘরের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে। প্রয়োজনে কমিটি সুপারিশও করতে পারবে।

স্থানীয়রা মনে করছেন, বাংলাদেশ জাতীয় জাদুঘরের এই সিদ্ধান্ত ঐতিহ্যবাহী স্থাপনাগুলো রক্ষা ও সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category