জি.এম.এস রুবেল, লাকসাম(কুমিল্লা):
লাকসামে প্রাথমিক পর্যায়ে বাংলা ও ইংরেজি বিষয়ে পঠন দক্ষতা উন্নয়নে মতবিনিময় সভা ও পঠন দক্ষতা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন হয়েছে।
৩০ জুলাই (বুধবার) বিকেলে লাকসাম উপজেলা মিলনায়তনে উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসেন মজুমদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষার্থীদের পঠন দক্ষতা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আল-আমীন, ইউপিইটিসি ইন্সট্রাক্টর বলরাম চন্দ্র মজুমদার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে কাউছার হামিদ বলেন, উপজেলার ৫টি স্কুলে আমি গোপনে ভিজিট করি। অন্যান্য বিদ্যালয়েও পরিদর্শন করে আমি খুবই সন্তুষ্ট। তিনি শিক্ষকদের প্রতি তাদের শিক্ষার্থীদেরকে মিনিমাম রিডিং পড়তে পারার উপযুক্ত করার বিষয়ে জোর দেয়ার অনুরোধ করেন।
অনুষ্ঠানে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকগনের উপস্থিতিতে সেরা তিন স্কুলকে পুরস্কৃত করা হয়েছে। এতে প্রথম স্থান অর্জন করেন, পশ্চিমগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২য় হয় মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ৩য় হয় রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়।