লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার লাকসামে মোটরসাইকেলের যাবতীয় যন্ত্রাংশের শো-রুম “বাইকার স্টেশন” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) বিকেল ৫টায় লাকসাম রেলগেইট সংলগ্ন তেরোতলার পাশে সাবিনা মঞ্জিলে দোয়া মাহফিল ও মিলাদের মাধ্যমে নতুন এই ব্যবসায়িক প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়।
উদ্যোক্তা শাহাদাত হোসেন সৌরভ উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, “মোটরসাইকেল ব্যবহারকারীদের দীর্ঘদিনের চাহিদা পূরণে লাকসামে বাইকার স্টেশন গড়ে তোলা হয়েছে। এখানে সাশ্রয়ী মূল্যে মানসম্মত যন্ত্রাংশ পাওয়া যাবে। গ্রাহক সন্তুষ্টিই আমাদের প্রধান লক্ষ্য।”
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, বিভিন্ন পেশার মানুষ ও বাইকাররা উপস্থিত ছিলেন। তারা লাকসামে বাইকার স্টেশনের যাত্রাকে স্বাগত জানিয়ে বলেন, এ উদ্যোগ মোটরসাইকেল ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।