October 7, 2025, 12:09 am

লাকসামে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ড. একেএম জাহাঙ্গীরের প্রচারপত্র বিতরণ

Reporter Name
  • Update Time : Wednesday, August 27, 2025
  • 134 Time View

জি.এম.এস রুবেল, লাকসাম (কুমিল্লা):
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লাকসাম-মনোহরগঞ্জে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত সচিব ড. একেএম জাহাঙ্গীর প্রচার-প্রচারণা শুরু করেছেন।

বুধবার (২৭ আগস্ট) তিনি লাকসাম বাজার ও আশপাশের এলাকায় প্রচারপত্র বিতরণ করেন। এসময় লাকসাম প্রেস ক্লাবের সাংবাদিকসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ড. জাহাঙ্গীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। দীর্ঘ কর্মজীবনে তিনি জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি অস্ট্রেলিয়ার মনাশ বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

প্রচারপত্রে তিনি লাকসাম-মনোহরগঞ্জকে আধুনিক মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কর্মসংস্থান ও মাদকমুক্ত সমাজ গঠনের পাশাপাশি দারিদ্র্য বিমোচন, নারী শিক্ষা প্রসার এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ে ‘ডিজিটাল উপজেলা’ গড়ার প্রতিশ্রুতি দেন।

লাকসাম প্রেস ক্লাবে মতবিনিময়ে ড. জাহাঙ্গীর কুমিল্লা দক্ষিণ নামে নতুন জেলা বাস্তবায়নে কাজ করার ঘোষণা দেন। তিনি বলেন, জনগণের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে লাকসাম-মনোহরগঞ্জের উন্নয়নে কাজ করে যেতে চান।

স্থানীয় জনগণ তার সামাজিক কর্মকাণ্ড ও শিক্ষানুরাগী ভূমিকার কারণে তাকে একজন যোগ্য প্রার্থী হিসেবে বিবেচনা করছেন।


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category