October 7, 2025, 2:14 am

লাকসামে মুদাফরগঞ্জ ও বিজরা বাজারে উচ্ছেদ অভিযান

Reporter Name
  • Update Time : Tuesday, September 2, 2025
  • 129 Time View

জি.এম.এস রুবেল, লাকসাম(কুমিল্লা) :
লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ ও বিজরা বাজার এলাকায় অবৈধ দখলমুক্ত করতে আবারও উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে প্রশাসন। সোমবার (তারিখ) সকালে এ অভিযানে নেতৃত্ব দেন লাকসাম সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা।

অভিযানের সময় উপস্থিত থেকে কার্যক্রম তদারকি করেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ। বাজার এলাকায় সরকারি খাস জমি ও রাস্তার উপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়। এতে দীর্ঘদিন ধরে ভোগান্তিতে থাকা সাধারণ পথচারী ও স্থানীয় ব্যবসায়ীরা স্বস্তি প্রকাশ করেন।

সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা বলেন, সরকারি জায়গা কেউ অবৈধভাবে দখল করতে পারবে না। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ জানান, বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনা ও জনসাধারণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতেই এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধ স্থাপনা পুনর্নির্মাণের চেষ্টা করা হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় লাকসাম থানা পুলিশের সদস্যরা নিরাপত্তা সহায়তা প্রদান করেন।


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category