জি.এম.এস রুবেল, লাকসাম (কুমিল্লা) :
লাকসামে অসহায় প্রতিবন্ধী সবির আলমের ঘর নির্মাণে অর্থ সহায়তা দিয়েছেন লাকসাম মেডিকেল সেন্টারের কর্মরত মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মোঃ মুশফিকুর রহমান ফুয়াদ ও তার পরিবার। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে লাকসাম মেডিকেল সেন্টারে আনুষ্ঠানিক ভাবে সবির আলমের হাতে নগদ ১ লক্ষ টাকা তুলে দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন লাকসাম সিটি রানার গ্রুপের সদস্যরা।
অনুদান প্রদানের সময় ডাঃ ফুয়াদের পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন লাকসাম মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক, লাকসাম হসপিটাল মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক, লাকসাম বনিক সমিতির সাংগঠনিক সম্পাদক এবং ছাত্রদল-যুবদলের বৃহত্তর লাকসাম শাখার সাবেক সভাপতি লুৎফর রহমান জুয়েল। এছাড়া ডাঃ ফুয়াদের বোন গাইনি বিশেষজ্ঞ ডাঃ হুমাইরা রহমান ফারিহাও উপস্থিত ছিলেন।
ডাঃ ফুয়াদ জানান, সবির আলমের ঘর নির্মাণে অংশ নিতে পেরে তিনি আনন্দিত। বিষয়টি দেখে তার মায়া হলে পরিবারের অন্যান্য সদস্যদের জানান, এবং সবার সহযোগিতায় একটি ফান্ড গড়ে ওঠে। তিনি বলেন, পরিবারের একজন উদ্যোগ নিলে সবাই এগিয়ে আসে।
তার কাকা লুৎফর রহমান জুয়েল জানায়, তারা নিয়মিত দান-সহায়তা করে থাকেন। গত বন্যায় প্রায় ২০ লক্ষ টাকার শুকনা খাবার ও বস্ত্র বিতরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও আর্থিক সহায়তা, গরিব-দুস্থদের পাশে দাঁড়ানোসহ নানা সমাজসেবামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে তাদের।
সবির আলমের ঘর নির্মাণ উদ্যোগের অন্যতম উদ্যোক্তা ডেন্টিস্ট আমজাদ হোসেন বলেন, লাকসাম সিটি রানার গ্রুপের কয়েকজন সবির আলমের দুর্দশা দেখে তাকে নতুন ঘর দেওয়ার সিদ্ধান্ত নেন। স্থানীয়দের সহযোগিতায় ঘরের অর্ধেক কাজ শেষ হলেও পরবর্তীতে কাজ থেমে যায়। পরে সমাজসেবক লুৎফর রহমান জুয়েলের মাধ্যমে ডাঃ ফুয়াদ তার পরিবারসহ এক লক্ষ টাকা অনুদান দিলে পুনরায় কাজ শুরু করার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এ অর্থায়নে সবিরের ঘরের নির্মাণকাজ প্রায় সমাপ্ত হবে।