August 22, 2025, 1:02 am

লাকসামে সাংবাদিক নিরাপত্তা চেয়ে ইউএনওকে স্মারকলিপি

Reporter Name
  • Update Time : Wednesday, August 13, 2025
  • 30 Time View

জি.এম.এস রুবেল, লাকসাম(কুমিল্লা):
কুমিল্লার লাকসামে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তা নিশ্চিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। স্বারকলিপিতে দৈনিক কালবেলা লাকসাম প্রতিনিধি আবুল কালামকে ফেসবুক লাইভে হুমকি দেয়ায় বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। ২৯ জুলাই (মঙ্গলবার) উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদের কার্যালয়ে লাকসামে কর্মরত সকল সাংবাদিক সংগঠনের প্রতিনিধিদের স্মরকলিপি দেওয়া হয়।
লাকসাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন লাকসাম প্রতিনিধি ফারুক আল শারাহ বলেন, সাংবাদিকতা আমাদের পেশা। আমরা মুক্ত স্বাধীনতায় বিশ^াসী। আমাদের সঙ্গে কারো শত্রুতা নেই। কিন্তু গ্রেফতারকৃত ব্যক্তির বিষয়ে সংবাদ সংগ্রহ করার জন্য সহকর্মী হুমকি দেওয়ার ঘটনা দুঃখজনক। অবিলম্বে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জানাচ্ছি। এসময় তিনি লাকসামে কর্মরত সকল সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।
লাকসাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাউছার হামিদ বলেন, শুধু সাংবাদিক নয়; যে কোন নাগরিকের নিরাপত্তা পাওয়ার অধিকার আছে। তিনি বলেন, সাংবাদিকের কাজই অন্যায় অসঙ্গতি তুলে ধরা। সাংবাদিকদের হুমকির বিষয়টি তিনি দেখবেন বলে উপস্থিত সাংবাদিকদের আশ্বস্ত করেন।
স্মারকলিপিতে সাম্প্রতিক সময়ে লাকসামের সাংবাদিক আব্দুল জলিল, জাহিদুল ইসলাম ও গোলাম মাহবুব ছোবহানী রুবেলের উপর হেনস্থার বিষয়টি উঠে আসে। উঠে আসে আবুল কালামের নিউজ শেয়ার করা সাংবাদিক হামিদুল ইসলামকে হুমকি দেয়ার প্রসঙ্গও। উপস্থিত সাংবাদিকগন সকল সাংবাদিকের সাথে হওয়া অনাকাঙ্খিত পরিস্থিতির হোতাদের বিচারের দাবি করে ভবিষ্যতে কর্তব্যরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে অনুরোধ করেন। এসময় সিনিয়র সাংবাদিক আব্দুল কুদ্দুস, মশিউর রহমান সেলিম, আব্দুর রহিম, শাহ নুরুল আলম, আব্দুল মালেক হিরণ, আহসান উল্লাহ, হামিদুল ইসলাম, আবদুর রশিদ, দেলোয়ার হোসেন মনির, জাহিদুল ইসলাম, ইঞ্জি. রিয়াদ ভূইয়া, মো. দেলোয়ার হোসেন, গোলাম মাহবুব ছোবহানী রুবেল, আমজাদ হোসেন ও নাজমুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
২৭ জুলাই (রবিবার) লাকসাম থানায় করা ডায়েরীতে দৈনিক কালবেলা পত্রিকার লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি মো. আবুল কালামের উল্লেখ করেন যে, লাকসামে চাঁদাবাজি, মাদক ব্যবসাসহ একাধিক মামলায় গ্রেফতার সফিউল্লার সংবাদ সংগ্রহ করায় উক্ত সাংবাদিককে হুমকি দেয়া হয়েছে। এর জেরে গত ২৬ জুলাই (শনিবার) রাতে একটি ফেসবুক লাইভে এসে গ্রেফতার হওয়া আসামির সফিউল্লার ভাই রায়হান সাংবাদিক মো. আবুল কালামকে ফেসবুক লাইভে ‘দেখে নেয়ার’ এ হুমকি দেন। দ্রুতই সাংবাদিকসহ সচেতমহল প্রতিবাদে ফেটে পড়ে। তারই প্রাথমিক পদক্ষেপ হিসেবে ইউএনও বরাবারে স্মারকলিপি প্রদান করা হয়েছে। এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে পরবর্তীতে কঠোর আন্দোলনের সিদ্ধান্ত আসতে পারে।

ক্যাপশন: লাকসামে ইউএনও বরাবরে সাংবাদিকদের স্মারকলিপি।


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category