জি.এম.এস রুবেল, লাকসাম (কুমিল্লা): কুমিল্লার লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি-২০২৫ এর কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ আগষ্ট) বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জনাব কাউছার হামিদ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে অনেক শিক্ষার্থী এ প্লাস অর্জন করলেও অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা বেড়ে যাওয়া উদ্বেগজনক। এর দায় পরিচালনা কমিটির সভাপতি হিসেবে আমিও এড়াতে পারি না। ২০২৫ সালে এসেও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে না পারা দুঃখজনক। বিদ্যালয়ে অনুপস্থিত থাকা শিক্ষার্থীরাই বেশি অকৃতকার্য হয়। তাই আগামি টেস্ট পরীক্ষায় খারাপ ফল করলে তাদের ফর্ম পূরণের সুযোগ দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, “লেখাপড়ার কোনো বিকল্প নেই। পরিবারের আর্থিক অবস্থান ভালো হলেও শিক্ষা ছাড়া সমাজে প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয়।”
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য জনাব আব্দুর রহমান বাদল।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব নাছির উদ্দিন এবং লাকসাম পৌরসভা বিএনপির যুবআহ্বায়ক ও বিদ্যালয়ের অভিভাবক সদস্য জনাব মোঃ নিজাম উদ্দিন নিজাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব দিলীপ কুমার ভৌমিক এবং সঞ্চালনা করেন সহকারী শিক্ষক জনাব মোহসিন উদ্দিন খান।