October 7, 2025, 12:09 am

লাকসাম প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক আমজাদ হোসেনের পিতার দাফন সম্পন্ন

Reporter Name
  • Update Time : Sunday, August 31, 2025
  • 127 Time View
Oplus_16908288

জি.এম.এস রুবেল, লাকসাম (কুমিল্লা):
লাকসাম প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক মো. আমজাদ হোসেনের পিতা মো. অহিদুর রহমান ভূঁইয়ার দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) রাত ১০টায় মধ্য আউশপাড়া মসজিদে মরহুমের জানাজায় উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। জানাজায় অংশ নেন লাকসাম প্রেস ক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মুজিবুর রহমান দুলাল, বর্তমান সাধারণ সম্পাদক ফারুক আল সারাহসহ লাকসামের প্রায় সব সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনরা।

এর আগে বিকেল ৩টা ৪৫ মিনিটে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের কনিষ্ঠ সন্তান আমজাদ হোসেন পিতার শেষ ইচ্ছে অনুযায়ী জানাজায় অংশ নিতে পারায় স্থানীয়রা মন্তব্য করেছেন—এটি তার পিতার প্রতি অকৃত্রিম ভালোবাসা ও সেবাশুশ্রূষারই পুরস্কার।

জানাজা শেষে মরহুমকে নিজ বাড়ি মধ্য আউশপাড়া ভূঁইয়া বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তার মৃত্যুতে লাকসাম প্রেস ক্লাব, সাংবাদিক মহলসহ নানা শ্রেণি-পেশার মানুষ শোক প্রকাশ করেছেন। প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আল শারাহ বলেন,
“আমরা গভীর শোকাহত। প্রিয় আমজাদ হোসেন ভাইয়ের শ্রদ্ধেয় পিতা ইন্তেকাল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন উনাকে জান্নাতবাসী করুন। আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।”

এলাকার মানুষ মরহুম মো. অহিদুর রহমান ভূঁইয়াকে একজন ভালো মানুষ হিসেবে স্মরণ করেছেন এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেছেন।


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category