August 22, 2025, 1:03 am

লালমাইয়ে যুব দিবসে ঋণের চেক বিতরণ

Reporter Name
  • Update Time : Wednesday, August 13, 2025
  • 26 Time View

মোহাম্মদ আনোয়ার হোসেন :“দক্ষ যুব গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে লালমাই উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন উপলক্ষে যুব র‍্যালী, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে।

১২আগস্ট (মঙ্গলবার) ১১টায় লালমাই উপজেলা পরিষদের হলরুমে উপজেলা সহকারী যুব উন্নয়ন অফিসার মোঃ গোলাম ফারুক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ ফাহমিদা আফরোজ,উপজেলা কৃষি অফিসার লায়লা আরজুমান বেগম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদুল্লাহ।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক চলন পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ জয়নাল আবেদীন জয়, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ রফিকুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার মোঃ হাবিবুর রহমান,উপজেলা স্থানীয় সরকার পল্লি উন্নয়ন অফিসার মোঃ আবুল কালাম আজাদ,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলার সাবেক যুগ্ম আহবায়ক মোঃ কবির হোসাইন রুমন প্রমুখ।
যুবক, যুবতীদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন জান্নাতুল ফেরদৌস,পাখী ও কাজী ইয়াকুব আলী নিমেল।
এসময় আরো উপস্থিত ছিলেন লালমাই প্রেস ক্লাবের সহ-সভাপতি ও দৈনিক শিরোনাম পত্রিকা সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক ও দৈনিক ভোরের কলাম পত্রিকা সাংবাদিক মোহাম্মদ আনোয়ার হোসেন, সদস্য ও দৈনিক ভোরের কথা পত্রিকা সাংবাদিক মোঃ আজহারুল ইসলাম রকিব,সদস্য ও দৈনিক জনতা পত্রিকা সাংবাদিক মোঃ সালামত উল্লাহ, উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগন, যুব সংগঠনের নেতৃবৃন্দ সহ যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষনার্থী যুব ও যুবতীগন।
জাতীয় যুব দিবসের আলোচনা সভা প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,দেশের উন্নয়নে যুবক ও যুবতীদের অবদান সবচেয়ে গুরুত্বপূর্ণ। যুবকদের পাশাপাশি যুবতীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে হবে। তাহলে নারীরা আত্ম নির্ভরশীল হয়ে দেশের আত্ম সামাজিক উন্নয়নে অবদান রাখতে পারবে।পরবর্তীতে চারজন যুব উদ্যোক্তার মাঝে যুব ঋণের চেক বিতরণ করা হয়।


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category