নিজস্ব প্রতিনিধি:
নিজস্ব প্রতিনিধি : সালেপুরে স্কুলে ভাঙচুর ও ন্যাক্কারজনক কাণ্ড
মাদকসেবনের আলামত, শিক্ষাঙ্গনে অমানবিকতা—দ্রুত ব্যবস্থা দাবি
বুধবার (১৩ আগস্ট) কুমিল্লার লাকসামের সালেপুর আসসাফা মডেল হাইস্কুলে চরম ন্যাক্কারজনক ও লজ্জাজনক ঘটনা ঘটেছে। আজ সকালে শিক্ষক ও শিক্ষার্থীরা স্কুলে এসে দেখেন—শ্রেণি কক্ষের দরজা ভাঙা অবস্থায় পড়ে আছে এবং রুমের ভেতরে মানববর্জ্য ফেলা হয়েছে। পরে স্থানীয়রা তড়িঘড়ি করে বালি দিয়ে সেটি ঢেকে দেন।
এর পাশাপাশি কক্ষে মাদক সেবনের কিছু আলামতও পাওয়া গেছে, যা স্পষ্টতই অসামাজিক ও অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ বহন করে। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকাজুড়ে তীব্র ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়েছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় কিছু অসামাজিক চক্র সক্রিয় রয়েছে, কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ায় তারা বেপরোয়া হয়ে উঠেছে। শিক্ষাপ্রতিষ্ঠানেই এ ধরনের কর্মকাণ্ড ভবিষ্যৎ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি বলে মনে করছেন সচেতন নাগরিকরা।
স্কুলের শিক্ষক এমরান হোসাইন ভূইয়া ফেসবুক পোস্টে সালেপুরের সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন—
“দয়া করে এগুলো সামলান, আমাদের সন্তানদের নিরাপদ পরিবেশ ফিরিয়ে দিন।”
ঘটনার পর স্কুল কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসনকে অবহিত করেছে এবং দ্রুত দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছে।