August 22, 2025, 2:11 pm

চমকে ভরা লাকসাম প্রেসক্লাবের নতুন কমিটি

Reporter Name
  • Update Time : Wednesday, August 13, 2025
  • 29 Time View

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
লাকসাম প্রেসক্লাবের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সভাপতি অ্যাডভোকেট বদিউল আলম সুজনের সভাপতিত্বে আয়োজিত সাধারণ সভায় প্রেসক্লাবের গঠনতন্ত্র সংশোধনের জন্য ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন, বিগত বছরের হিসাব অনুমোদন এবং নতুন কমিটি সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।

নতুন কমিটিতে সহ-সভাপতি হয়েছেন তোফায়েল আহমেদ ও কামরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক হয়েছেন রফিকুল ইসলাম শান্ত, সহ-সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, কোষাধ্যক্ষ হামিদুল ইসলাম,
সহ-কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক চন্দন সাহা, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহ নুরুল আলম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল হাসান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গোলাম মাহবুব ছোবহানী রুবেল, ক্রীড়া সম্পাদক আমজাদ হোসেন।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আবদুল কুদ্দুস, মুজিবুর রহমান দুলাল, এম.এস.আই জসিম, আরিফুর রহমান স্বপন, ফয়েজুন্নেছা সুমি, জামাল উদ্দিন স্বপন, আবদুল মালেক হিরন, জিল্লুর রহমান ও আনোয়ারুল আজীম।

এর আগে গত ১০ মে প্রেসক্লাবের সদস্যদের গোপন ব্যালটে নির্বাচনের মাধ্যমে সভাপতি হয়েছেন অ্যাডভোকেট বদিউল আলম সুজন, সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারুক আল শারাহ এবং সাংগঠনিক সম্পাদক মিজানুর রশিদ নির্বাচিত হয়েছিলেন। পূর্ব-সিদ্ধান্ত মোতাবেক তারা তিনজন আজ পূর্নাঙ্গ কমিটি অনেক যাচাই-বাছাই শেষে সাধারণ সভার উপস্থাপন করলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে।

সভায় সভাপতি বদিউল আলম সুজন বলেন, “সকলকে কমিটিতে রাখা সম্ভব হয়নি, তাই কেউ কিছু মনে করবেন না। আমাদের ঐক্যই পারে নিজেদের এগিয়ে নিতে।” তিনি প্রেসক্লাবের উন্নয়ন ও সাংবাদিকদের অধিকার রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন।


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category