August 22, 2025, 6:18 am

দাবানলে ঘরছাড়া হাজার হাজার মানুষ

Reporter Name
  • Update Time : Wednesday, August 13, 2025
  • 31 Time View

দক্ষিণ ইউরোপের বিভিন্ন দেশে তীব্র তাপদাহ ও দাবানলে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডে বহু মানুষ গৃহহীন হয়েছেন, হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন।

এছাড়া ইতালি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল ও বলকান অঞ্চলের কিছু এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে পৌঁছানোর প্রেক্ষাপটে স্বাস্থ্যঝুঁকির সতর্কতা হিসেবে জারি করা হয়েছে ‘রেড হিট অ্যালার্ট’।

বুধবার (১৩ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

স্পেনের আবহাওয়া বিভাগ অ্যামেত জানিয়েছে, সেভিয়া ও কর্ডোভার তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। দক্ষিণ পর্তুগালেও তাপমাত্রা পৌঁছাতে পারে একই মাত্রায়।

স্পেনের মাদ্রিদের কাছে ত্রেস কান্তোসে প্রবল বাতাসে (ঘণ্টায় ৭০ কিমি) ছড়িয়ে পড়া আগুনে ঘরবাড়ির কাছে চলে এসেছে আগুনের শিখা। এতে শত শত মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। সেখানে একটি অশ্বকেন্দ্রের এক কর্মী মারাত্মকভাবে পুড়ে মারা যান।

মঙ্গলবার স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জানান, দমকল ও উদ্ধারকর্মীরা নিরলসভাবে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন। তিনি সতর্ক করে বলেন, “আমরা এখন বনাঞ্চলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঝুঁকিতে আছি। অনুগ্রহ করে সতর্ক থাকুন।”

স্পেনের উত্তর-পশ্চিমাঞ্চল কাস্তিয়া ও লিওনে প্রায় চার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে এবং ৩০টির বেশি স্থানে দাবানল দেখা দিয়েছে। এর মধ্যে একটি আগুন ইউনেসকো ঘোষিত ঐতিহাসিক সাইট লাস মেদুলাসের কাছে ছড়িয়ে পড়েছে। এই স্থানটি প্রাচীন স্বর্ণখনির জন্য বিখ্যাত।

দক্ষিণাঞ্চলীয় আন্দালুসিয়ার তারিফা শহরের পর্যটন এলাকায় হোটেল ও বাসাবাড়ি থেকে আরও দুই হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়। দেশজুড়ে প্রায় এক হাজার সেনা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।

পাশের দেশ পর্তুগালে তিনটি বড় দাবানলের মধ্যে সবচেয়ে ভয়াবহটি ছিল দেশের মধ্যাঞ্চল ত্রানকোসোর কাছে। মঙ্গলবার এই আগুন নিয়ন্ত্রণে আসে। সেখানে ১৩০০-এর বেশি দমকলকর্মী ও ১৪টি বিমান আগুন নেভানোর কাজে অংশ নেয়। মরক্কোও দুটি বিমান পাঠায়, কারণ পর্তুগালের পানিবাহী বিমান বিকল হয়ে পড়ে। দক্ষিণাঞ্চলে তাপমাত্রা ৪৪ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে এবং রাতেও তা ২৫ ডিগ্রির নিচে নামবে না বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

এদিকে ইতালিতে সোমবার এক শিশুর মৃত্যু হয়েছে হিটস্ট্রোকে। সপ্তাহের শেষ দিকে দেশটিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁতে পারে। রোম, মিলান ও ফ্লোরেন্স-সহ অন্তত ১০টি শহরে ‘রেড হিট অ্যালার্ট’ জারি করা হয়েছে। সার্ডিনিয়ায় একটি গাড়িতে অচেতন অবস্থায় পাওয়া চার বছরের রোমানিয়ান শিশুকে হেলিকপ্টারে করে রোমের হাসপাতালে নেওয়া হলেও তীব্র হিটস্ট্রোকে তার মৃত্যু হয়।

অন্যদিকে ফ্রান্সের প্রায় তিন-চতুর্থাংশ এলাকায় হিট অ্যালার্ট জারি করা হয়েছে। প্যারিস অঞ্চলে তাপমাত্রা ৩৬ ডিগ্রি এবং রোন উপত্যকায় ৪০ ডিগ্রি ছাড়াতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, কয়েক সপ্তাহের মধ্যে দ্বিতীয় দফা তাপদাহের প্রভাব সামলাতে প্রস্তুত রয়েছে হাসপাতালগুলো।

গ্রিসজুড়ে প্রবল বাতাসের কারণে ১৫০টিরও বেশি দাবানল জ্বলছে। প্রায় পাঁচ হাজার দমকলকর্মী ও ডজনখানেক বিমান আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পর্যটন দ্বীপ জাকিনথস ও পশ্চিম আচাইয়ায় বিপুল সংখ্যক মানুষকে সরিয়ে নেওয়ার কাজ চলছে। সেখানে বহু ঘরবাড়ি, যানবাহন ও ব্যবসাপ্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে।

আচাইয়ার মেয়র জানিয়েছেন, উপকূলীয় কিছু এলাকা “অপরিবর্তনীয়ভাবে ক্ষতিগ্রস্ত” হয়েছে। খিওস দ্বীপে আগুনে আটকা পড়া সৈকতগামীদের নৌকায় উদ্ধার করা হচ্ছে এবং ইউরোপীয় ইউনিয়নের কাছে অতিরিক্ত অগ্নিনির্বাপক বিমান চাওয়া হয়েছে।

তুরস্কে চানাক্কালে ও ইজমিরসহ কয়েকটি বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে এসেছে, তবে শত শত মানুষকে সরিয়ে নিতে হয়েছে। দারদানেলস প্রণালি ও চানাক্কালে বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।

মন্টেনেগ্রোতে রাজধানী পডগরিকার কাছে আগুন নেভানোর সময় পানিবাহী ট্যাঙ্কার উল্টে গিয়ে এক সেনা নিহত ও আরেকজন আহত হয়েছেন। এছাড়া আলবেনিয়ায় সোমবার দাবানলে মানুষকে ঘরবাড়ি ছাড়তে বাধ্য করা হয়। ক্রোয়েশিয়ার স্প্লিট শহরে বড় অগ্নিকাণ্ডের পর মঙ্গলবার তা নিয়ন্ত্রণে আসে।

এদিকে যুক্তরাজ্যে এ বছর চতুর্থ দফা তাপদাহে তাপমাত্রা ৩৩ ডিগ্রিতে পৌঁছেছে। ইংল্যান্ডজুড়ে অ্যাম্বার ও ইয়েলো হিট হেলথ অ্যালার্ট জারি করা হয়েছে। লন্ডনে মঙ্গলবার দুটি স্থানে ঘাসে আগুন লাগে, যা মিলিয়ে ১৭ একরের বেশি এলাকা পুড়ে যায়।

বিজ্ঞানীরা সতর্ক করেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে ভূমধ্যসাগরীয় অঞ্চলের গ্রীষ্ম আরও গরম ও শুষ্ক হচ্ছে। আর এটিই দীর্ঘ ও তীব্র দাবানলের মৌসুম তৈরি করছে।


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category